বাঁশের ব্যারিকেড ওঠে জনতার মাঝে ৭০ বছরের কিশোরী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের সভায় শুধু ব্যারিকেডে উঠে পড়েছেন তাই নয়, ওভাবেই জনতার সঙ্গে কথাও বলেছেন।
শুনেছেন অভাব অভিযোগ। এই বয়সেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিটনেস দেখে হতবাক সভায় উপস্থিত মানুষজন। মুখ্যমন্ত্রীর প্রোটোকলের ধার ধারেন না তা মাঝে মধ্যেই বুঝিয়ে দেন তিনি। পাহাড় থেকে জেলা মাঝেমধ্যেই নিরাপত্তার প্রোকোটল ভেঙে সাধারণ মানুষের ঘরে, কখন দোকানে কখন আবার জনতার ভিড়ে মিশে যেতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার কার্যত সেই ছবিই দেখা গিয়েছে হাসিমারার সভায়। জনতার সঙ্গে হাত মেলাতে এক লাফে বাঁশের ব্যারিকেডে উঠে পড়েছেন। এর আগে সাইরেন ও শাঁখ বাজিয়ে নেতাজি জয়ন্তী পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঞ্চে দাঁড়িয়ে নিজেই বাজিয়েছেন শঙ্খ। এরপর কদম কদম বাড়ায়ে যা গানে নাচের সঙ্গে পা-ও মিলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।