জলপাইগুড়িতে গাড়িতে উদ্ধার হওয়ায় বিপুল টাকা বিজেপির। এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলেছেন, সব টাকা, গুন্ডা আর অস্ত্র আসছে বিজেপির জন্য। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের নিয়ে এসব আনছে তারা। এসব না করে রাজনৈতিকভাবে বিজেপিকে লড়াই করার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার জলপাইগুড়ির বানারহাট থেকে গাড়ির অতিরিক্ত টায়ার থেকে ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজন ডালখোলা এবং বাকিরা বিহার লাগোয়া এলাকার বাসিন্দা। বিহার থেকে অসমের নিয়ে যাওয়া হচ্ছিল ওই টাকা, যার কোনো হিসেব বা বৈধ কাগজ নেই। আটক গাড়িটির নম্বর প্লেট অনুযায়ী, সেটি বিহারের পূর্ণিয়া জেলার বলে পুলিশ সূত্রে খবর।