!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeNewsdeskআন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা মমতার

    আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা মমতার

    Published on

    সাম্প্রতিক খবর

    হরিয়ানা-পঞ্জাব সীমানার খনউরিতে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যাওয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের মাধ্যমে কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, কৃষকদের দাবি নিয়ে সংসদে সরব হবে দল।

    পরে আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলিয়ে দেন ডেরেক ও’ব্রায়েন।কৃষকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শত অত্যাচার সত্ত্বেও কৃষকরা লড়াই করে যাচ্ছেন।নিজেদের জায়গা থেকে নড়েননি।তৃণমূল কংগ্রেসের ৪২ জন সাংসদ নিয়ে তাই কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চান। যদিও তৃণমূল কংগ্রেসের সরকার আসেনি, কিন্তু কৃষকদের চাহিদা পূরণ করার চেষ্টা করবেন। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আশ্বাস দিয়ে বলেছেন, এই সরকার গড়বড় সরকার, নড়বড়ে সরকার। কৃষকরা আন্দোলন জারি রাখুন, দরকার হলে তিনিও যাবেন।উল্লেখ্য,মূলত কৃষকদের ক্ষোভের কারণে তিন বিজেপি শাসিত রাজ্য রাজস্থান, উত্তরপ্রদেশে, হরিয়ানায় খারাপ ফল করেছে বিজেপি তথা এনডিএ। আগামী দিনে দেশ জুড়ে শাসক জোটকে প্রবল লড়াইয়ের মুখে ফেলতে প্রস্তুতি শুরু করেছে খনউরি-তে বসে থাকা সংযুক্ত কিসান মোর্চা এবং কিসান মজদুর মোর্চা। নরেন্দ্র মোদী সরকার বিরোধী ওই আন্দোলনকে সমর্থনের বার্তা দিতে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে পাঁচ সাংসদের একটি দল খনউরি যায়।এলাকাটি ঘুরে দেখেন তাঁরা।

    Your ad here

    আরো খবর