Wednesday, May 31, 2023
Top Newsমিষ্টি খাওয়ার জন্য মোহনবাগানকে ৫০ লক্ষ : মুখ্যমন্ত্রী

মিষ্টি খাওয়ার জন্য মোহনবাগানকে ৫০ লক্ষ : মুখ্যমন্ত্রী

আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ক্লাব তাঁবুতে দাঁড়িয়ে তিনি বলেন, মোহনবাগানের উন্নতি ও ক্লাব সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য রাজ্য সরকার আও ৫০ লক্ষ টাকা দেবে।

এর আগে গত বছর মোহনবাগান ক্লাবের সংস্কারের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।বাগান তাঁবুতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, তিঁনি গত বছর এখানে এসে ক্লাবটাকে সুন্দর ভাবে গড়ে দিয়েছিলেন। যাতে করে ফুটবল খেলায় আরো উন্নতিসাধন হয়। বাংলার তিনটে ক্লাবেরই উন্নতি করেছে তাঁর সরকার। মোহনবাগান ক্লাবের কৃতিত্বে খুশি মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন, গোটা দেশের সামনে বাংলার মুখ উজ্জ্বল করেছে এই ক্লাব। একইসঙ্গে কোচ ফেরান্দো, অধিনায়ক প্রীতম কোটাল থেকে গোলকিপার বিশাল কাইত, সংবর্ধনা দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন টিমের প্রতি সদস্যকে।

More News

আন্দোলনরত কুস্তিগিরদের পাশে মমতা   

0
ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনরত কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের...

মমতার পর কেন্দ্রের বিরুদ্ধে সরব বিজয়ন

0
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এবার নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে আর্থিক অসহযোগিতার অভিযোগ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী...

হঠাত্ নোটবাতিল কেন, প্রশ্ন মমতার

0
হঠাত্ করে ২ হাজারের নোট বাতিলে সন্দেহপ্রকাশ করেছেন তণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শালবনির সভা...