আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ক্লাব তাঁবুতে দাঁড়িয়ে তিনি বলেন, মোহনবাগানের উন্নতি ও ক্লাব সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য রাজ্য সরকার আও ৫০ লক্ষ টাকা দেবে।
এর আগে গত বছর মোহনবাগান ক্লাবের সংস্কারের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।বাগান তাঁবুতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, তিঁনি গত বছর এখানে এসে ক্লাবটাকে সুন্দর ভাবে গড়ে দিয়েছিলেন। যাতে করে ফুটবল খেলায় আরো উন্নতিসাধন হয়। বাংলার তিনটে ক্লাবেরই উন্নতি করেছে তাঁর সরকার। মোহনবাগান ক্লাবের কৃতিত্বে খুশি মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন, গোটা দেশের সামনে বাংলার মুখ উজ্জ্বল করেছে এই ক্লাব। একইসঙ্গে কোচ ফেরান্দো, অধিনায়ক প্রীতম কোটাল থেকে গোলকিপার বিশাল কাইত, সংবর্ধনা দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন টিমের প্রতি সদস্যকে।