ম্যানচেস্টার সিটি এফএ কাপে গোল-উৎসব করেছে। কোয়ার্টার ফাইনালে বার্নলিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।পেপ গার্দিওলার দল ম্যাচটি জিতেছে ৬-০ গোলে।
ঘরের মাঠ ইতিহাতে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যানসিটি।ম্যাচের প্রথম গোলটি পেতে অবশ্য ৩২ মিনিট অপেক্ষা করতে হয় তাদের।আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের পাস থেকে গোলটি করেন আগের ম্যাচেই পাঁচ গোল করা আর্লিং হালান্ড।এর তিন মিনিট পরই ফিল ফোডেনের বাড়ানো বলে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। ম্যাচের ৫৯ মিনিটে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেওয়ার পাশাপাশি নরওয়ের ফরোয়ার্ড হালান্ড পূরণ করেছেন হ্যাটট্রিক।হালান্ডের পর গোলের খাতায় নাম তুলেছেন আলভারেজ। ৬২ মিনিটে তিনি করেছেন দলের চতুর্থ গোলটি। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেছেন আর্জেন্টাইন আলভারেজ। আলভারেজের দু’ গোলের মাঝে একটি গোল করেছেন কোল পালমার। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। এই জয়ের ফলে এফএ কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি।