!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

28.2 C
Kolkata
28.2 C
Kolkata
More
    HomeNewsdeskবিহারে পুলিশের গুলিতে মৃত কুখ্যাত অপরাধীর

    বিহারে পুলিশের গুলিতে মৃত কুখ্যাত অপরাধীর

    Published on

    সাম্প্রতিক খবর

    বিহারে পুলিশের গুলিতে নিহত হয়েছেন কুখ্যাত অপরাধী অজয় রাই ওরফে আকাশ যাদব। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ বেশ কয়েকটি কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
    গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে জক্কনপুরে তল্লাশি অভিযান চালায় বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সেই গোপন ডেরায় হানা দিলে গুলি চালাতে শুরু করেন অজয়। তখনই পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় ওই অপরাধীর। অতীতে বিহার এবং হরিয়ানায় একাধিক ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় নাম জড়িয়েছে তাঁর। ১০টিরও বেশি মামলায় অভিযুক্ত ওই ব্যক্তিকে দীর্ঘ দিন ধরেই খুঁজছিল পুলিশ। বিহার পুলিশের এডিজি অমৃত রাজ জানিয়েছেন, অজয়ের পাশাপাশি এসটিএফ-এর এক পুলিশকর্মীও গুলিবিদ্ধ হন।
    দু’জনকেই উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অজয়কে বাঁচানো যায়নি। তবে আহত পুলিশকর্মীর অবস্থা এখন স্থিতিশীল। তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।
    Your ad here

    আরো খবর