Tuesday, April 23, 2024
বিনোদনএবার পরিচালনায় অভিনেত্রী মানসী

এবার পরিচালনায় অভিনেত্রী মানসী

এবারে পরিচালনায় আসছেন অভিনেত্রী মানসী সিনহা। অভিনেত্রী থেকে তাঁর প্রথম পরিচালনা। নাম এটা আমাদের গল্প। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার পোস্টার।
এই গল্পে জুটি বেঁধেছেন শ্বাশত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। এছাড়াও অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। ইতিমধ্যে শ্যুটিং শেষ হয়ে গিয়েছে এই ছবির। এই ছবির হাত ধরেই প্রথমবার পরিচালকের আসনে বসেছেন অভিনেত্রী মানসী সিনহা। ছবিটি মূলত একটি প্রেমের ছবি। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য একটা ঘর আছে, সেই ঘরটা খুঁজে নিতে হবে। এমনই নিখাদ ভালোবাসার গল্প বলবে ছবিটি। ছবিতে একটি বাঙালি ও পাঞ্জাবি পরিবারের কাহিনি দেখা যাবে। তবে ছবি মুক্তির তারিখ এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না অভিনেত্রী-পরিচালক মানসী সিনহা। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে।

More News

শুক্রবারও মেডিক্যালে বেরলো না রফাসূত্র, অসুস্থ পড়ুয়া

0
কলকাতা মেডিক্যাল কলেজের অচলাবস্থা নিয়ে কোনও রফাসূত্র বেরলো না শুক্রবারও। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন...