২০২৩ সালে চাকরি হারাবেন বহু মেটা কর্মী। এমনই হুঁশিয়ারি দিয়েছেন সংস্থার সিইও মার্ক জুকারবার্গ।
ইতিমধ্যেই ফেসবুক-সহ মেটার একাধিক সংস্থা থেকে ছাঁটাই হয়েছেন অনেক কর্মী। তারপরেও আগামী দিনে বাকি কর্মীদের চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সিইও।সংস্থার একটি বৈঠকে মার্ক জুকারবার্গ বলেছেন, একাধিক পদাধিকারী থাকার কারণে নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। তাই মাঝের সারির বেশ কয়েকটি পদ তুলে দিয়ে কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন তিনি। মার্ক জুকারবার্গের মতে, কোম্পানিতে বড় রকমের রদবদল করার সময় এসেছে। গত কুড়ি বছর ধরে এই কোম্পানিতে অক্লান্তভাবে পরিশ্রম করছেন একদল কর্মী। তাদের হাত ধরেই সংস্থা এই জায়গায় এসে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ছাঁটাই করা খুবই কঠিন। তাই বেশ কয়েকটি পদই বাতিল করে দেওয়া হচ্ছে, যাতে কোম্পানির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও দ্রুত হতে পারে।