কাজ থেকে বাড়ি ফেরার পথে বাইকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হয়েছে মারাঠি অভিনেত্রী কল্যাণী কুরালে যাদবের। বয়স হয়েছিল ৩২। অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ মরাঠি চলচ্চিত্র দুনিয়ায়।
সূত্রের খবর, সম্প্রতি হালোন্দি এলাকায় একটি রেস্তরাঁ খুলেছিলেন কল্যাণী কুরালে যাদব। সেই রেস্তরাঁ বন্ধ করে নিজেই বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। সে সময়ই কোলাপুরের কাছে সাংলি-কোলাপুর রাস্তায় একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় অভিনেত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ট্রাক্টর চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যে তাঁকে আটক করা হয়েছে। কোলাপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, ট্রাক্টর চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও মোটর ভেহিক্যালস আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে।