Wednesday, May 31, 2023
Sportsইন্টারকে ট্রফি জেতালেন মার্টিনেজ

ইন্টারকে ট্রফি জেতালেন মার্টিনেজ

ইতালিয়ান কাপ বা কোপা ইতালিয়ার ট্রফি জিতেছে ইন্টার মিলান। রোমের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনালে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়েছে তারা।

 

ইন্টারের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ।ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল ফিওরেন্তিনা।আর্জেন্টাইন খেলোয়াড় নিকো গঞ্জালেসের গোলে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়া ইন্টার মিলান ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। আধঘন্টার সমতায় ফেরে দলটি। ম্যাচের ২৯ মিনিটে গোল করেন মার্টিনেজ।বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার ৮ মিনিট পর ফের ফিওরেন্তিনার গোলে বল পাঠায়, মার্টিনেজ পূরণ করেন জোড়া গোল।২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার।দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও কোনো দলেই আর গোলের দেখা পায়নি। তাই ২-১ গোলে জিতে ট্রফি উৎসবে মাতে ইন্টার মিলান। উল্লেখ্য,চলতি বছরের জানুয়ারিতে এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপার কোপা জিতেছিল ইন্টার। লিগ জেতা হয়নি এবার, তবু মার্টিনেজদের সামনে ট্রেবল জয়ের হাতছানী। ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলেই ট্রেবলজেতা হয়ে যাবে ইন্টার মিলানের।

More News

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার

0
১৩ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। প্রথম লেগে জিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে...

কোপা দেল রে’র ট্রফি জিতল রিয়াল

0
কোপা দেল রে’র ট্রফি জিতেছে রিয়াল রিয়াল মাদ্রিদ। সেভিয়ায় ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।   দুটি গোলই করেছেন ব্রাজিলীয়...

চ্যাম্পিয়নস লিগের সেমিতে পা ইন্টারের

0
ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান,উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জয় পেয়েছে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বেনফিকার মাঠে...