২৫ মার্চ দিনটিতে বিশ্ব গণহত্যা দিবস হিসাবে ঘোষণা করা হোক। রাষ্ট্রপুঞ্জে এমনই আর্জি জানিয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নিরীহ মানুষের উপর যে অত্যাচার চালিয়েছে, সেটিকে গণহত্যা হিসাবে স্বীকৃতি দেওয়ারও দাবি তুলেছে শেখ হাসিনার সরকার।
বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস বলেছেন, ২৫ মার্চই পাকিস্তান সেনাবাহিনী মধ্যরাতে দেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ৯ মাস ধরে তারা ৯০ লক্ষ নরনারীকে হত্যা করেছে। তাদের মনে হয় এমন নৃশংস গণহত্যার ঘটনা বিশ্বে আর কোথাও ঘটেনি।২০১৭ সাল থেকেই ২৫ মার্চ দিনটিকে বাংলাদেশ গণহত্যা দিবস হিসাবে পালন করে আসছে আওয়ামি লিগ সরকার। রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের সামনেও বাংলাদেশের বেশ কিছু সংগঠন এই দাবিতে সরব হয়। তারা গণহত্যা ঘটানোর জন্য তৎকালীন পাকিস্তান সরকারের বিচার দাবি করে।