কাতার বিশ্বকাপের পরে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের যাত্রা জয় দিয়েই শুরু হয়েছে। আর অধিনায়ক হিসেবে মাঠে নেমে বাজিমাত করেছেন কিলিয়ান এমবাপ্পে।
হুগো লরিসের জায়গায় এমবাপ্পে অভিষিক্ত হয়ে করেছেন জোড়া গোল। ২০২৪ ইউরো বাছাইপর্বের এই ম্যাচে ৪-০ গোল উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডসকে।অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন এমবাপ্পে, সঙ্গে করিয়েছেনও একটি।স্তাদ দ্য ফ্রান্সে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স।এমবাপ্পের পাস থেকে প্রথম স্পর্শেই গোলের ঠিকানা খুঁজে নেন অন্তোয়ান গ্রিজমান। দলের অন্যতম সিনিয়র সদস্য হয়েও অধিনায়কত্ব না পাওয়ায় কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন তিনি বলে জানিয়েছিল বেশ কয়েকটি ফরাসি সংবাদমাধ্যম। কিন্তু মাঠে এর ছিটেফোঁটাও দেখা যায় নি।অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দায়োত উপামেকানো। যদিও বেশ অদ্ভুত একটি গোল করেছেন, যেখানে তার কোনো নিয়ন্ত্রণই ছিল না। গ্রিজমানের ফ্রি-কিক থেকে ভাসানো বল সোজা গিয়ে লাগে ডাচ গোলরক্ষকের হাতে।কিন্তু ঠিক গোলরক্ষকের সামনেই ছিলেন উপামেকানো। তাই বল তার পা ছুঁয়ে জালে আশ্রয় নেয়। শুরুতেই চাপে পড়ে যাওয়া নেদারল্যান্ডস আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাই দ্বিতীয় মেয়াদে দায়িত্বের শুরুটা সুখকর হলো না কোচ রোনাল্ড কোমানের।যদিও ভাইরাল ইনফেকশনের কারণে প্রথম সারির পাঁচ ফুটবলারকে ছাড়াই একাদশ সাজাতে হয়েছে কোচ কোমানকে।২২ মিনিটে অরেলিয়ে চুয়ামেনির পাস থেকে ব্যবধান ৩-০ করেন এমবাপ্পে।এরপর ৮৮ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় ও ফ্রান্সের জার্সিতে ৩৮ তম গোল করেন ফরোয়ার্ড এমবাপ্পে। ছাড়িয়ে গিয়েছেন ৩৭ গোল করা করিম বেনজেমাকে।উল্লেখ্য, বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেন হুগো লরিস। ফ্রান্সকে দীর্ঘসময় ধরে নেতৃত্ব দিয়ে এসেছিলেন তিনি। তাই তার চলে যাওয়ায় অধিনায়কের পদটা ফাঁকা হয়ে পড়ে। সেই ফাঁকা জায়গাটা সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে পূরণ করেন কোচ দিদিয়ের দেশম। এমবাপ্পে যুগের শুরুটা দারুণভাবেই করল ফ্রান্স।