!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeNewsdeskপিএসজি প্রেসিডেন্টের সঙ্গে এমবাপ্পের তুমুল ঝগড়া 

    পিএসজি প্রেসিডেন্টের সঙ্গে এমবাপ্পের তুমুল ঝগড়া 

    Published on

    সাম্প্রতিক খবর

    পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে, এটা অনেকটা নিশ্চিতই ছিল। আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল কেবল। সেটাও ক দিন আগে করে দিয়েছেন ফরাসি তারকা।

    সেইসঙ্গে প্যারিসে একটা লম্বা যুগেরও শেষ হয়েছে।কথা ছিল তুলুসের বিপক্ষে রবিবারের ম্যাচে বিদায় সংবর্ধনা থাকবে ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পের জন্য।কিন্তু যদিও মাঠে তা দেখা যায়নি। পিএসজিও ম্যাচ জিতে আসতে পারেনি। ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটা হার দিয়েই শেষ করতে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। তবে ফ্রেঞ্চ গণমাধ্যম লে প্যারিসিয়েনের খবরে উঠে এসেছে সেদিনের আরেক চিত্র।তুলুসের বিপক্ষে সেই ম্যাচের আগে নাকি ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে এমবাপ্পের। একটি আলাদা ঘরে দু’জনের মধ্যে এমন বাকবিতণ্ডার ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীর বিবরণে লে প্যারিসিয়েন জানিয়েছে, তাদের এই ঘটনার সময় দেয়াল কেঁপে উঠেছিল। যা থেকে ধারণা করা হচ্ছে, ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে হাতাহাতিতেই জড়িয়েছিলেন এমবাপ্পে।এর প্রভাব পড়েছিল ম্যাচের ওয়ার্ম আপের ক্ষেত্রে।নির্ধারিত সময়ের চেয়ে ৪ মিনিট পর ওয়ার্মআপে এসেছিল পিএসজির খেলোয়াড়রা। ঘটনার সূত্রপাত এমবাপ্পের বিদায়ী ভিডিও নিয়ে।ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে নিজের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের ভিডিওতে সকল খেলোয়াড়,কোচ,সমর্থক,সাপোর্টিং স্টাফসহ সকলেই ধন্যবাদ জানিয়েছিলেন।কিন্তু সেই সংক্ষিপ্ত মেসেজ ছিল না কাতারের আমির কিংবা ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির নাম।খেলাইফি মূলত এই বিষয় নিয়ে আলাপ করতেই এমবাপ্পেকে আলাদা করে ডেকে নেন। সেখানেই জানতে চাওয়া হয় কেনো এমবাপে ভিডিওতে খেলাইফি বা কাতারের আমিরের নাম উল্লেখ করেননি।পুরো বিষয়টি নিয়েই মূলত বচসা হয়েছে দু’জনের। আর তাতেই শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি।

    Your ad here

    আরো খবর