!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeSportsএমবাপের গোল লাগবে : আনচেলত্তি

    এমবাপের গোল লাগবে : আনচেলত্তি

    Published on

    সাম্প্রতিক খবর

    স্বপ্ন আছে, লক্ষ্য আছে, ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণার গল্পও রিয়াল মাদ্রিদের আছে ভুরিভুরি আর্সেনালের বিপক্ষে খুব কঠিন ম্যাচ সামনে রেখে তাই মোটেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না কার্লো আনচেলত্তি।

    বলেছেন, কাঙিক্ষত ফল পেতে মাঠের লড়াইয়ে সেরাটা নিংড়ে দেবে তার দল।দলীয় প্রচেষ্টায় চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের বড় ব্যবধানে হারের ঘাটতি পুষিয়ে নিতে অবশ্য একজনের কাছে বাড়তি প্রত্যাশা আছে আনচেলত্তির। ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের কাছে গোলের দাবি তিনি জানিয়ে রেখেছেন সংবাদ সম্মেলনে।সান্তিয়াগো বের্নাবেউয়ে আর্সেনালের বিপক্ষে ফিরতি লেগে নামবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩-০ গোলে হেরেছিল প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।এই ঘাটতি পুষিয়ে নেওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। রিয়াল মাদ্রিদ বলেই তা পুষিয়ে নেওয়ার সম্ভাবনা বরং বেশি।

    খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলের কোচ আনচেলত্তি তাই সওয়ার হতে চাইছেন এমবাপের কাঁধে। ইউরোপ সেরার চলতি আসরে দলের সর্বোচ্চ গোলদাতা এমবাপে।অবশ্য ,শেষ লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে রেয়ালের ১-০ গোলে জয়ের দিন লাল কার্ড দেখে মানসিকভাবে একটু নড়বড়ে অবস্থায় আছেন এমবাপে। মেজাজ হারানোয় সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে মাঝের সময়ে ফরোয়ার্ড এমবাপে সামলে উঠেছেন ওই ধাক্কা।

    Your ad here

    আরো খবর