Wednesday, August 17, 2022
Sportsপিএসজি-এমবাপে চুক্তি বাতিল চায় লা লিগা

পিএসজি-এমবাপে চুক্তি বাতিল চায় লা লিগা

পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপের নতুন চুক্তির পর থেকেই এর বিরোধিতায় সোচ্চার লা লিগা। এই বিষয়ে উয়েফার কাছে অভিযোগও করেছে তারা। স্পেনের শীর্ষ লিগ এবার দাবি জানিয়েছে, ফরাসি তারকার চুক্তি যেন বাতিল করা হয়।

 

গত গ্রীষ্মের দলবদল থেকে শুরু হয়েছিল এমবাপের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন। অনেক নাটকীয়তার পর গত মাসে শেষ মুহূর্তে স্প্যানিশ ক্লাবটিকে,না করে পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ২৩ বছর বয়সী ফুটবলার, কিলিয়ান এমবাপে। খবর, ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল চুক্তির মাধ্যমে ঘরের ছেলেকে ধরে রেখেছে পিএসজি। নতুন চুক্তিতে পিএসজি তো বটেই, সব ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাবেন এমবাপে।এমবাপের চুক্তির পর পিএসজির লাগামহীন খরচ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল লা লিগা। এরপর এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে,ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ লঙ্ঘনের কারণে পিএসজি ও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে তারা উয়েফার কাছে অভিযোগ করেছে।এর রেশ না কাটতেই এবার পিএসজি ও এমবাপের মধ্যেকার চুক্তি বাতিলের দাবি জানাল লা লিগা। লা লিগার প্রতিনিধি আইনজীবী হুয়ান ব্রাঙ্কো বলেছেন, পিএসজির অর্থনৈতিক কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানাতে তারা আদালতে যেতে তৈরি।এমবাপের চুক্তির আগেও বিভিন্ন সময়ে ফিনান্সিয়াল ফেয়ার প্লে ভঙ্গের অভিযোগ উঠেছিল পিএসজির বিরুদ্ধে। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা অবশ্য বরাবরই তা অস্বীকার করে আসছে। ২০১১ সাল থেকে পিএসজির মালিকানায় রয়েছে দোহা-ভিত্তিক কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানি।

More News

নেইমার-এমবাপ্পের হাতাহাতির খবর

0
মপলিয়েরের বিপক্ষে ম্যাচের তখন ২৩ মিনিট,পেনাল্টির সুযোগ পায় পিএসজি। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ...

বাইসাইকেল কিকে মেসির গোল

0
ক্যারিয়ারজুড়ে লিওনেল মেসির অসংখ্য গোলের মধ্যে অন্তত ১০০টা রীতিমতো ফ্রেমেই বাঁধিয়ে রাখা যায়। তবে এমন...

অকারণে গড়াগড়ি,হাসির খোরাক নেইমার

0
সেই ২০১৮ বিশ্বকাপ থেকে শুরু, সামান্য বাধা পেয়ে মাঠে পড়ে গড়াগড়ি খাওয়া, অযথা ডাইভ দেওয়ায়...