!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    HomeNewsdeskঅন্তরঙ্গ দৃশ্যে পুরুষদের অস্বস্তি বেশি : তামান্না 

    অন্তরঙ্গ দৃশ্যে পুরুষদের অস্বস্তি বেশি : তামান্না 

    Published on

    সাম্প্রতিক খবর

    অভিনেত্রী তামান্না ভাটিয়া ক্যারিয়ারের শুরুতে ছিলেন খুবই রক্ষণশীল। চুম্বনের কোনো দৃশ্যে পাওয়া যায়নি তাকে।

    তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই নিজের চিরচেনা সেই ইমেজ ভেঙে ফেলেছেন দক্ষিণের অভিনেত্রী তামান্না।এক সময়ে পর্দায় চুম্বনের দৃশ্যেও রাজি ছিলেন না তিনি।অথচ এখন খোলামেলা যৌন দৃশ্যেও আপত্তি নেই তামান্না ভাটিয়ার।সম্প্রতি একটি কথোপকথনে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।জানিয়েছেন মহিলাদের চেয়ে পুরষেরাই বেশি অস্বস্তি অনুভব করেন ঘনিষ্ঠ দৃশ্যে।তামান্না বলেছেন,মহিলাদের চেয়ে পুরুষদের বেশি অস্বস্তি হয় পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করার সময়ে।তারা ভাবেন,বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে মহিলারা হয়তো খারাপ ভাববেন।মহিলাদের যাতে অস্বস্তি না হয়, সেই দিকটা দেখার দায়িত্বও তাঁদের উপর থাকে।উল্লেখ্য,লাস্ট স্টোরিজ টু’তে বিজয়ের সঙ্গে তামান্নার চুম্বনদৃশ্য বেশ সাড়া ফেলেছিল।সেই সিনেমা থেকেই সম্পর্কে জড়ান তামান্না ও বিজয়।বর্তমানে প্রেম চলছে দুজনের।বিজয় ছাড়াও জি কারাদা ওয়েব সিরিজে অভিনেতা সুহেল নায়ারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তামান্না।এদিকে,সদ্যই মুক্তি পেয়েছে তামান্নার আরানমানাই ফোর।সিনেমাটি বক্স অফিসে ভাল ব্যবসা করছে।এখনও পর্যন্ত ৪৭.৯০ কোটি টাকা আয় করে নিয়েছে এটি।সিনেমাটির সাফল্য দেখে এটির হিন্দি ডাবিং মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

    Your ad here

    আরো খবর