Wednesday, February 21, 2024
Top Newsমেন্টাল : যশ-নুসরত এর প্রযোজনা

মেন্টাল : যশ-নুসরত এর প্রযোজনা

যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান, প্রযোজনা সংস্থার ঘোষণা করেই শোরগোল ফেলে দিয়েছিলেন । তাঁদের প্রযোজিত প্রথম ছবি, মেন্টাল-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যুগলে।

ছবির শুটিং শেষ। ছবির প্রথম পোস্টারও প্রকাশ্যে এসেছে। ছবি নিয়ে তাঁরা কতটা আশাবাদী, মনের কথা উজাড় করেছেন যশ এবং নুসরত। বড়দিনের আগে টলিপাড়ার চর্চিত যুগলকে এক সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে। বড়দিনে ছবির পোস্টার প্রকাশ করলেন না কেন তাঁরা? নুসরতের উত্তর, সাধারণত বড়দিনের রেশ কাটতে একটু সময় লাগে। তাই ভিড়ের মধ্যে পোস্টার প্রকাশ করতে চাননি। তাই একটু ঝুঁকি নিয়ে পরে প্রকাশ করেছেন।অন্যদিকে পোস্টার নিয়ে প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত যশ। বলেছেন,বুঝতে পারছিলেন দর্শক অপেক্ষা করছিলেন। পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন, যশ এবং নুসরত। খুব ভাল লাগছে।জানিয়েছেন, প্রথম প্রযোজনা নিয়ে কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন যশ এবং নুসরত। অভিনেত্রী  এবং তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান বলেছেন,অন্য কারও ছবিতে অভিনয় করার তুলনায় নিজেদের প্রযোজিত ছবিতে চাপ এবং দায়িত্ব বহুগুণ বেড়ে যায়। কিন্তু এই চাপটা নিতে ভাল লাগে।এরই সঙ্গে যশ যোগ করেছেন , কেউ বিশ্বাস করবেন কি না জানেন না, এই ছবিটা নিয়ে তাঁরা এখন প্রায় সারা দিন কাজ করছেন। সেই সঙ্গে নতুন নতুন জিনিসও শিখছেন।

More News

আদালতে সশরীরে হাজিরা দিতে হবে নুসরতকে

0
ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে আদালতে ধাক্কা অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহানের। নিম্ন আদালতে তাঁকে সশরীরে...

রাজনীতি ভুলে ভাইফোঁটায় সামিল অরূপ-ফিরহাদ-অগ্নিমিত্রারা

0
দাদা অরূপ বিশ্বাসকে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেছেন নুসরত জাহান, তেমনই পাড়ায় ক্লাবে ভাইফোঁটার অনুষ্ঠানে...

নুসরতের আরও তথ্য, রাকেশ সিংকে ফের তলব ইডি-র

0
রাজারহাট ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের কাছ থেকে আরও নথি চাইল  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট...