এক দশক বাদে ফের আইপিএল খেতাব কেকেআরের দখলে। আর সেই কাজ শেষ করেই হাসলেন গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম আর গম্ভীর নন।
গত বছর ২২ নভেম্বর কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান ঘোষণা করেছিলেন মেন্টর গৌতম গম্ভীরকে দলে নেওয়ার কথা।এরপর লোকসভা ভোটের ঠিক মুখে কেকেআর মেন্টর ঘোষণা করেছিলেন রাজনৈতিক দায়িত্ব-কর্তব্য থেকে অব্যাহতি চান তিনি।তখনই গৌতম গম্ভীর লক্ষ্য স্থির করে ফেলেছিলেন। ২৬ মে আইপিএলের ফাইনালে দলকে তোলার সেই লক্ষ্যপূরণও করেন।তারপর বাকিটা ইতিহাস হয়ে থাকবে আইপিএলে।এই মুহূর্তে গৌতম গম্ভীর ক্রিকেট ইতিহাসের একমাত্র প্লেয়ার যিনি অধিনায়ক ও মেন্টর হিসেবে আইপিএল জিতেছেন।তাই নাইট জনতার কাছে এখন তিনিই গুরু।কারণ দলের সঙ্গে মিলে কলকাতাকে এনে দিয়েছেন তৃতীয় আইপিএল ট্রফি।