Wednesday, February 21, 2024
Top Newsপুজোর আগে সপ্তাহান্তে বাড়ছে মেট্রো

পুজোর আগে সপ্তাহান্তে বাড়ছে মেট্রো

দুর্গাপুজোর আগে থেকেই সপ্তাহান্তে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, এই সপ্তাহের শনি ও রবিবার থেকে অতিরিক্ত মেট্রো চলবে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাড়তি মেট্রো পরিষেবা। চলবে ১৫ অক্টোবর অর্থাৎ পুজোর আগের সপ্তাহান্ত পর্যন্ত। এছাড়া বিশেষ মেট্রো চলবে ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিনও। ওই দিন ২৩৪ টি মেট্রো চালানো হবে বলে জানা গিয়েছে। শনিবার অর্থাৎ ২৩ ও ৩০ সেপ্টেম্বর এবং ৭ ও ১৪ অক্টোবর চলবে এই বিশেষ মেট্রো। রবিবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর এবং ১, ৮ এবং ১৫ অক্টোবরও একই পরিষেবা মিলবে। এই শনি ও রবিবারগুলিতে ২৩৪টি মেট্রোর বদলে আপ ও ডাউনে ১৪৪টি করে মোট ২৮৮ টি মেট্রো চলবে। এই দিনগুলিতে প্রথম এবং শেষ মেট্রোর সময় অবশ্য একই থাকবে,জানানো হয়েছে মেট্রোরেলের বিজ্ঞপ্তিতে।

More News

বড়দিনে বাড়তি ভিড় সামাল দিতে প্রস্তুত কলকাতা মেট্রো

0
 বড়দিন উপলক্ষে বাড়তি ভিড় সামাল দিতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো। বছরের শেষ সপ্তাহে মেট্রোয়...

বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিঘ্নিত মেট্রো পরিষেবা

0
অফিসের ব্যস্ত সময়ে ফের বিদ্যুৎ বিভ্রাট কলকাতা মেট্রোয়। মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার কারণে চরম ভোগান্তির মুখে...

পুজোয় শহরে ৮ হাজার পুলিশ, ৫১টি ওয়াচ টাওয়ার 

0
মহালয়ার পর থেকেই একবারে ফেস্টিভ মুডে রয়েছে কলকাতা। শনিবার-রবিবার ও সোমবার কলকাতার বিভিন্ন প্যান্ডেলে মানুষের...