!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeTechnologyমাইক্রোসফট  : এআইনির্ভর স্ক্রিনশট টুল

    মাইক্রোসফট  : এআইনির্ভর স্ক্রিনশট টুল

    Published on

    সাম্প্রতিক খবর

    এআইচালিত এমন এক টুল চালু করেছে মাইক্রোসফট, যেটি প্রতি কয়েক সেকেন্ডে ইউজারদের স্ক্রিনের স্ন্যাপশট নেবে।মাইক্রোসফটের এআই পিসি ও ল্যাপটপ ব্যবহার করেন এমন কিছু ইউজারের জন্য কোপাইলট প্লাস রিকল ফিচারটি প্রিভিউ মোডে পাওয়া যাচ্ছে।গত বছর প্রথমবারের মতো এ ফিচারটি আনার ঘোষণা করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ওই সময় একে প্রাইভেসি নাইটমেয়ার হিসাবে বর্ণনা করেছিলেন অনেকে।

    উল্লেখ্য,২০২৪ সালে এ ফিচারটি স্থগিত করে মাইক্রোসফট। অল্প কিছু ইউজারের সঙ্গে প্রযুক্তিটি পরীক্ষার পর কোম্পানিটি তাদের উইন্ডোজ ইনসাইডার সফটওয়্যার টেস্টিং প্রোগ্রামে সাইন আপ করা ব্যক্তিদের জন্য ফিচারটির ব্যবহার বাড়াতে শুরু করেছে।এ বিষয়ে মাইক্রোসফট বলছে,বিশ্বজুড়ে তারা চালু করবে রিকল ফিচারটি। তবে ইউরোপীয় ইউনিয়নের ইউজারদের এ ফিচারটি ব্যবহার করতে ২০২৫ সালের শেষ নাগাদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

    ইউজাররা ফিচারটি ব্যবহারের পাশাপাশি,যে কোনও সময় স্ন্যাপশট সংরক্ষণের কাজ বন্ধও রাখতে পারবেন।উল্লেখ্য,রিকলের উদ্দেশ্য হচ্ছে, পিসি ইউজারদের তাদের অতীতের কার্যকলাপ,যেমন ফাইল, ছবি, ইমেইল ও ব্রাউজিং হিস্ট্রি সহজেই খুঁজে বের করার সুযোগ করে দেওয়া।মাইক্রোসফট বলছে, কিছুদিন আগে কোনো ব্যক্তি অনলাইনে কোনো পোশাক দেখেছেন তিনি ফিচারটি ব্যবহার করে কোথায় পোশাকটি দেখেছেন তা সহজেই খুঁজে বের করতে পারবেন।

    Your ad here

    আরো খবর