মাইক্রোসফট নতুন এক এআই ব্যবস্থা লঞ্চ করছে। যা ইউজার নিজের কম্পিউটারে কী কাজ করছেন তা দেখতে সক্ষম।
নতুন এই এআই সিস্টেমে এক ধরনের ফটোগ্রাফিক মেমরি অ্যাড করা হয়েছে। যাতে ইউজার মনে করতে পারেন,তিনি নিজের পিসি’তে কী দেখেছেন বা কী কাজ করেছেন।দাবি অনুযায়ী, এমনকি ইউজার পরবর্তীতে কী করতে চান,সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখবে এটি।নতুন এআই ব্যবস্থাটির নাম,উইন্ডোজ রিকল।যাকে নিজস্ব বিল্ট-ইন এআই টুল উন্নত করার উপায় বলে দাবি করছে সফটওয়্যার জায়ান্ট কোম্পানিটি।মাইক্রোসফট বলেছে, এর মাধ্যমে ইউজার নিজের পিসি’তে যা দেখেছেন বা যে কাজ করেছেন, সেগুলোতে ভার্চুয়াল উপায়ে প্রবেশের সুযোগ মেলে, তাও এমন উপায়ে, যা ইউজারকে পিসি’তে ফটোগ্রাফিক মেমরি থাকার মতো অনুভূতি দেয়।