Thursday, June 13, 2024
Top News‘সব দেখা’ এআই আনছে মাইক্রোসফট

‘সব দেখা’ এআই আনছে মাইক্রোসফট

মাইক্রোসফট নতুন এক এআই ব্যবস্থা লঞ্চ করছে। যা ইউজার নিজের কম্পিউটারে কী কাজ করছেন তা দেখতে সক্ষম।

নতুন এই এআই সিস্টেমে এক ধরনের ফটোগ্রাফিক মেমরি অ্যাড করা হয়েছে। যাতে ইউজার মনে করতে পারেন,তিনি নিজের পিসি’তে কী দেখেছেন বা কী কাজ করেছেন।দাবি অনুযায়ী, এমনকি ইউজার পরবর্তীতে কী করতে চান,সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখবে এটি।নতুন এআই ব্যবস্থাটির নাম,উইন্ডোজ রিকল।যাকে নিজস্ব বিল্ট-ইন এআই টুল উন্নত করার উপায় বলে দাবি করছে সফটওয়্যার জায়ান্ট কোম্পানিটি।মাইক্রোসফট বলেছে, এর মাধ্যমে ইউজার নিজের পিসি’তে যা দেখেছেন বা যে কাজ করেছেন, সেগুলোতে ভার্চুয়াল উপায়ে প্রবেশের সুযোগ মেলে, তাও এমন উপায়ে, যা ইউজারকে পিসি’তে ফটোগ্রাফিক মেমরি থাকার মতো অনুভূতি দেয়।

More News

পিএস৫-এ ইন্ডিয়ানা জোনস গেম

0
সোনির প্লেস্টেশন ফাইভ কনসোলে শীঘ্রই আসতে পারে বেথেসডা’র আসন্ন ইন্ডিয়ানা জোনস গেমটি। এদিকে, গত মাসে...

অ্যাপলকে টপকে বিশ্বসেরা মাইক্রোসফট

0
পূর্বাভাসই হলো সত্যি, এবার টেক জায়ান্ট অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তকমা নিজেদের করে...

মাইক্রোসফটের কিবোর্ড বদলাচ্ছে,আসছে এআই বাটন

0
মাইক্রোসফট কিবোর্ডে অনেকদিন পর বড় পরিবর্তন আসতে চলেছে। ৩০ বছরের পরিচিত মাইক্রোসফট কিবোর্ড অবশ্য আমূলে...