কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গ্রেনেড হামলায় মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের। আহত হয়েছে আরও দুই পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, নিহত শ্রমিক মহম্মদ মুমতাজ বিহারের সাকোয়া পারসা এলাকার বাসিন্দা।
আহত দুই শ্রমিক মহম্মদ আরিফ ও মহম্মদ মজবুলও বিহারের বাসিন্দা। কাশ্মীর পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, পুলওয়ামার গাড়ুয়া জঙ্গিরা পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়েছিল। অবশ্য এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলায় দায়ে স্বীকার করেনি। কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা টুইট বার্তায় শোকপ্রকাশ করেছেন। তিনি মৃত শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উল্লেখ্য, বৃহস্পতিবারই স্বাধীনতা দিবসের দিন জঙ্গি হামলা হওয়ার আশঙ্কাপ্রকাশ করেছিল ইন্টেলিজেন্স ব্যুরো। ইতিমধ্যেই দিল্লি পুলিশকে সতর্ক করা হয়েছে। সেই একই সতর্কতা জারির হয়েছে কাশ্মীরেও।