এই মুহূর্তে বিশ্বখ্যাত গায়ক-গায়িকাদের অন্যতম ব্যস্ততা নিজেদের মিউজিক্যাল ট্যুর নিয়ে।টেলর সুইফট থেকে রিহানা কিংবা বিয়ন্সে, এড শিরান থেকে হ্যারি স্টাইলস, সবাই নিজের নিজের মিউজিক্যাল সফর নিয়ে দারুণ ব্যস্ত। বিশ্বজুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছেন সংগীতশিল্পীরা।
একদিকে দর্শক-শ্রোতাদের নিয়ে যাচ্ছেন নিজেদের দিকে,অপরদিকে আয় করছেন মোটা অঙ্কের অর্থ।তবে এসবের কিছুই পছন্দ নয় সময়ের অন্যতম জনপ্রিয় পপতারকা মাইলি সাইরাসের,সম্প্রতি এমনটাই জানিয়েছেন গায়িকা মাইলি সাইরাস।সাম্প্রতিক সাক্ষাত্কারে মাইলি সাইরাস আগামীতে তার মিউজিক্যাল ট্যুরের কোনো আকাঙ্ক্ষা না থাকার কথা জানিয়েছেন।গায়িকা জানিয়েছেন,এসব ট্যুরে শ্রোতার সাথে কোনো সংযোগ নেই এবং কোনও নিরাপত্তা নেই।বিশাল ভিড়ে গান গাওয়া অর্থহীন।তিনি ব্যাখ্যা করেছেন যে,মানুষের ইচ্ছার সাথে মানানসই করতে চান না তিনি।বরং নিজের শর্তে বাঁচতে চান। মাইলি বলেছেন, তিনি আর ট্যুর করতে পারবেন না। কারণ এটি অন্যের ক্ষমতায় নয়,তাঁর ইচ্ছায় হওয়া উচিত।তিনি নিজের জন্য ছাড়া, অন্য কারো আনন্দ বা পরিপূর্ণতার জন্য তাঁর জীবনযাপন করতে চান না।সাইরাস আরো উল্লেখ করেছেন যে, তিনি ঘনিষ্ঠ বন্ধুদের জন্য এবং অন্তরঙ্গ আয়োজনে পারফর্ম করতে পছন্দ করেন। তিনি বিশ্বজুড়ে মিউজিক্যাল ট্যুর ছাড়ার সিদ্ধান্তের ব্যাখ্যা করে বলেছেন,হাজার হাজার মানুষের জন্য গান গাওয়া সত্যিই এমন জিনিস নয় যা তিনি পছন্দ করেন।এসবে কোনো সংযোগ নেই। নিরাপত্তা নেই।বলেছেন, এটি স্বাভাবিক নয়, এটি এত বিচ্ছিন্ন যে নিজেকে একাকী মনে হয়। আপনি যদি এক লক্ষ মানুষের সামনে থাকেন তবে আপনি একা। উল্লেখ্য ২০১৪ সালে করা তার শেষ বিশ্ব সফরের কথা স্মরণ করে ফ্লাওয়ারস হিট গায়িকা বলেছেন, শো করার পরে বুঝতে পেরেছিলেন যে এটা তাঁর জন্য নয়। আর মাইলি সাইরাস পারবেন না।পপ গায়িকার শেষ মিউজিক্যাল ট্যুরটি ছিল ২০১৪ সালে,ব্যাঙ্গারজ ট্যুর। কানাডা,আমেরিকা,ইউরোপ, ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড জুড়ে ৭৮টি শো নিয়ে সম্পন্ন হয় এই ট্যুর।তারপর থেকে গায়িকা তার বিশ্ব সফর বন্ধ করে দিয়েছেন।২০১৫ সালে,মিল্কি মিল্কি মিল্ক, ট্যুরের সময় শুধুমাত্র আটটি শো এবং গত বছর তার অ্যাটেনশন ট্যুরের সময় পাঁচটি শো করেছেন মাইলি সাইরাস।