জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় তীর্থযাত্রীদের বাস খাদে পড়ে মৃতের সংখ্যা বাড়ছে। জানা গিয়েছে, তীর্থযাত্রীদের নিয়ে বাসটি উপত্যকার রিয়াসি জেলায় শিবখোডা মন্দির থেকে কাতরায় ফিরছিল।
সেই সময় আচমকাই জঙ্গিরা বাসটিতে হামলা চালায়। এদিন সন্ধ্যায় বাসটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা।এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রী বোঝাই বাসটি পাশের খাদে পড়ে যায়। যার জেরে প্রাথমিকভাবে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।ইতিমধ্যেই স্থানীয়রা উদ্ধারকাজে নেমেছেন বলে জানা গিয়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অ্যাম্বুল্যান্স।অন্যদিকে, খবর পেয়েই পুলিশ, সেনা ও আধাসেনা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ সূত্রে খবর, সন্ত্রাসবাদীদের একটি দল রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে বলে খবর রয়েছে। তারাই এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। হামলাকারী জঙ্গিদের খোঁজে এলাকায় শুরু করেছে নিরাপত্তা বাহিনী।