প্রতিহিংসার গল্প মিল্কশেক মার্ডার্স

0
316
The revenge story Milkshake Murders
The revenge story Milkshake Murders
প্রথমবার ওয়েব সিরিজে জুটি বাঁধতে চলেছেন রিয়েল লাইফ কাপল নীল ভট্টাচার্য-তৃণা সাহা। যদিও ওটিটিতে আগেই পা রেখেছিলেন তৃণা। এবার ওটিটিতে অভিষেক হতে চলেছে নীলের। পরিচালনা করেছেন অর্ণব রিঙ্গো ব্যানার্জী। আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ মিল্কশেক মার্ডার্স।
যার পুরো শুটিং হয়েছে থাইল্যান্ড জুড়ে। নীল তৃণা ছাড়াও অভিনয় করেছেন সৌরভ দাস,জয়ী দেব রায় সহ অন্যান্যরা। সাহিত্যের জগতের আলো আঁধারী নিয়ে, বিশেষত আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার প্রেক্ষাপটে গড়ে উঠেছে কাহিনীটি। শুরুতেই দেখা যায় একজন ব্যর্থ লেখক হতাশাগ্রস্ত হয়ে চলে যায় ফিফি দ্বীপে, কিছুটা সবার থেকে নিজেকে আড়াল করে রাখার জন্যে। হঠাৎ সেই সমুদ্রতটে তার সঙ্গে এক বাঙালীর দেখা হয়। জানতে পারে তাঁর প্রথম লেখা বইটি এক প্রকাশনা শুধু ছাপছে নয়, একটা বড় অঙ্ক দিয়ে ছাপছে। যিনি দাবি করেন, যে তার সেই উপন্যাসের জন্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রকাশনা সংস্থার সাথে তার চুক্তি হয়েছে, এবং তার হাতে ধরা সেই পাণ্ডুলিপি তিনি এখনও জমা দেননি। গল্পের প্রেক্ষাপট এইখান থেকেই মোড় নেয়। খুন প্রতারণা প্রতিহিংসার গল্প বলবে মিল্কশেক মার্ডার্স।