মুর্শিদাবাদকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা।
সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে পুলিশ জানিয়েছে। কিন্তু, এখনও অনেকে মুর্শিদাবাদ ছেড়ে পাশের জেলা মালদহে আশ্রয় শিবিরে রয়েছেন। সোমবার তাঁদের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মহিলারা তাঁর কাছে যেসব অভিযোগ জানিয়েছিলেন, সেগুলি তুলে ধরেন। রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ে এলাকায় দ্রুত শান্তি ফেরানোর আর্জি জানিয়েছেন তিনি।
এইসব পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থার আবেদন জানিয়েছেন। তাঁরা যাতে বাড়ি ফিরতে পারেন, তার ব্যবস্থা করার কথা জানিয়েছেন।