Monday, September 25, 2023
Top Newsসমুদ্রে ৩ যুবককে বাঁচালেন গুজরাটের বিধায়ক 

সমুদ্রে ৩ যুবককে বাঁচালেন গুজরাটের বিধায়ক 

প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্রে ডুবন্ত ৩ যুবককে বাঁচিয়েছেন গুজরাটের বিজেপি বিধায়ক হীরা সোলাঙ্কি। ঘটনাটি ঘটেছে পাটোয়া গ্রামের রাজুলা এলাকায়।
পুলিশ জানিয়েছে, কল্পেশ সিয়াল, বিজয় গুজারিয়া, নিকুল গুজারিয়া এবং জীবন গুজারিয়া নাম চার বন্ধু সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন। জলের টানে তীর থেকে কিছুটা গভীরে চলে যান তাঁরা। কিন্তু সমুদ্রের ঢেউয়ে বেসামাল হয়ে পড়েন তাঁরা। এরপরেই চারজনই জলে হাবুডুবু খেতে খেতে বাঁচার জন্য চিৎকার করছিলেন। সেই সময় জনতার ভিড়ের মধ্যে ছিলেন বিজেপি বিধায়ক হীরা সোলাঙ্কিও। লোকজনকে সমুদ্রের দিকে ছুটে যেতে দেখে তিনি জানতে চান কী হয়েছে। তখন স্থানীয়রাই তাঁকে জানান, চার যুবক সমুদ্রের অনেকটা দূরে চলে গিয়েছেন স্রোতের টানে। এই কথা শোনার পরেই তিনি সমুদ্রের দিকে ছুটে গিয়ে জলে ঝাঁপ দেন। তারপর সাঁতরে যুবকদের কাছে পৌঁছন। বিধায়ককে জলে ঝাঁপ দিতে দেখে স্থানীয়দের মধ্যে কয়েক জনও যুবকদের উদ্ধারে নামেন। নৌকা নিয়ে একদল লোক যুবকদের কাছে পৌঁছন। তারপর বিধায়ক এবং তিন যুবককে এক এক করে নৌকায় টেনে তোলা হয়। এই ঘটনায় তিন যুবককে উদ্ধার করা গেলেও এক যুবক জলে তলিয়ে গিয়েছেন।

More News

সাংসদ-বিধায়কদের রক্ষাকবচ পুনর্বিবেচনায় কোর্ট

0
টাকার বিনিময়ে আইনসভায় নির্দিষ্ট বিষয়ে বক্তৃতা করা, প্রশ্ন তোলা বা ভোটাভুটিতে অংশ নেওয়ার অভিযোগের ভিত্তিতে...

প্রধানমন্ত্রীর জন্য হাতি দ্বার, বাকিদের প্রবেশদ্বার কুমির

0
হাতির দ্বার দিয়ে নতুন সংসদ ভবনে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেখানে কুমির দ্বার দিয়ে সংসদে...

রাস্তা মেরামতিতে ঝুড়ি বইলেন বিধায়ক চন্দনা

0
বেহাল রাস্তা ঝুড়ি-কোদাল নিয়ে নিজেই মেরামরি কাজে হাত লাগালেন শালতোড়ার বিজেপি বিধায়ক। মাথায় ঝুড়িতে বইলেন...