বিদেশ থেকে ফিরেই কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের রিপোর্ট তলব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সহ অন্যান্য মন্ত্রীরা। সেখানে বিভিন্ন মন্ত্রকের কাজের বিস্তারিত রিপোর্ট নিয়ে মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রীদের কাজের গতি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।উল্লেখ্য, টোকিওতে কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার পর বুধবারই দেশে ফিরেছেন তিনি।