ইন্টারপোলের সাধারণ পরিষদের ৯০তম বার্ষিক সভাকে স্মরণীয় করে রাখতে ১০০ টাকার কয়েন প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, বৈশ্বিক হুমকির প্রতিক্রিয়া কখনও স্থানীয় হতে পারে না।
২০২২ সালে ভারত তার স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। এটা দেশের মানুষ, সংস্কৃতি এবং সাফল্যের উপদযাপন। ২০২৩-এ ইন্টারপোল স্থাপনের ১০০তম বছর। বাধা-বিপত্তি থেকে শিখতে হবে। বিজয় উদযাপন করতে হবে। আর তারপর, আশাবাদী হয়ে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষার অভিযানে সাহসী মহিলা ও পুরুষদের পাঠানোর বিষয়ে ভারত বিশ্বের অন্যতম প্রধান দেশ। এমনকি, স্বাধীনতা পাওয়ার আগে থেকেই ভারত পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য আত্মত্যাগ করেছে। জলবায়ু লক্ষ্যমাত্রা থেকে শুরু করে কোভিড ভ্যাকসিন, যে কোনও ধরনের সংকটে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা দেখিয়েছে ভারত।