নতুন সংসদ ভবনের সূচনায় প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরীকে।মঙ্গলবার নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হয়েছে। তার আগে সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সব সাংসদরা।
সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে এক মঞ্চে বসেছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এই প্রথম কোনও বাঙালি সাংসদকে সংসদের বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে দেখা গিয়েছে। যৌথ অধিবেশনের ভাষণে কেন্দ্রকে নিশান করে অধীর চৌধুরী বলেছেন, ভারতকে উন্নত দেশ হওয়ার পথে আয় বৈষম্য প্রধান সমস্যা বলে জানান অধীর চৌধুরী। তিনি বলেন, ভারতের ১০ শতাংশ জনগণের হাতে দেশের সম্পত্তি রয়েছে। তাঁরা অর্থনীতি নিয়ন্ত্রণ করে। বেকারত্বের অতিরিক্ত হার, আয়ের বৈষম্যই উন্নত ভারত তৈরিতে বাধা হচ্ছে।অর্থনীতির উন্নয়নের পাশাপাশি সকলের জন্য শিক্ষা, চিকিৎসা পরিষেবার মতো প্রধান বিষয়গুলি নিশ্চিত করতে হবে। এছাড়াও আয়ের সাম্যতা, পরিকাঠামোর উন্নয়ন, বিনিয়োগে আকর্ষণ বাড়ানো, মানবকল্যাণ, উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে ভারত উন্নত দেশে পরিণত হবে। সামগ্রিক উন্নয়ন হলে ও স্থিতিস্থাপকতা এলেই আন্তর্জাতিক মঞ্চে ভারত উন্নত দেশ হিসাবে পরিগণিত হবে।