সংসদে বিশেষ অধিবেশনের শুরুর দিনই কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধ্যায় সংসদের আনেক্স ভবনে এই বৈঠক হয়েছে।
সূত্রের খবর, এই বৈঠকে আসন্ন অধিবেশনে পেশ হতে চলা মহিলা সংরক্ষণ -সহ ৮ টি গুরুত্বর্পূর্ণ বিলগুলি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী।এই বিলগুলি পাশ করানোর ক্ষেত্রে সরকারের কি ভূমিকা হবে তাও নির্ধারণ করা হয়েছে এই বৈঠকে। তবে বৈঠকের বিষয়ে সরকার তরফে এখনও কিছু জানানো হয়নি।পাঁচ দিনের বিশেষ অধিবেশনে আলোচনার জন্য কোন আটটি বিল পেশ করা হবে, রবিবারই সর্বদল বৈঠকে বিরোধী দলগুলিকে তা জানিয়েছে কেন্দ্র। তাৎপর্যপূর্ণ ভাবে ওই ৮টি বিলের তালিকায় নেই নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলটি। বিতর্ক এবং বিরোধী দলগুলির বিরোধিতার মুখে আপাতত এই বিলকে কেন্দ্র দূরে রাখছে বলেই খবর।