কংগ্রেস যদি মোদীর কবর খুঁড়তে চায়, পাল্টা বিজেপির কর্মী-সমর্থকরা বলবে মোদীর পদ্ম ফুটবে। ভোটমুখী কর্নাটকের প্রচারে গিয়ে কংগ্রেসকে সরাসরি আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী তিন মাসের মধ্যে বিজেপির যাত্রাকে আরও শক্তিশালী করতে বুথ স্তরে জনগণের সমর্থন ও উৎসাহের আহ্বান জানিয়েছেন মোদী। একইসঙ্গে তাঁর বার্তা নির্বাচনের আগেই দলগুলি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া শুরু করবে। এরপরই প্রধানমন্ত্রী মোদী দাভাঙ্গেরের জনসভা থেকে মোদী গত কয়েক মাসে কর্ণাটকে গৃহীত বেশ কয়েকটি প্রকল্পের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন একমাত্র বিজেপি পারবে রাজ্যের সার্বিক উন্নয়ন করতে।