১৮ মার্চ যৌথভাবে প্রথম আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, সুখবর হলো ভারত বাংলাদেশকে ডিজেল পাঠাবে। পাইপলাইনের কাজ সম্পন্ন হয়েছে।দুই প্রধানমন্ত্রী ১৮ মার্চ পাইপলাইনের উদ্বোধন করবেন।বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, শূন্যরেখা থেকে দেশের ভূখণ্ডের ১৫০ গজের মধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষের কোনও স্থাপনা নির্মাণের বিষয়ে ভারত তার আপত্তি প্রত্যাহার করেছে।৩ মার্চ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার আলোচনায় সীমান্ত হত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও নিয়ে কথা হয়েছে।দিল্লিও পুনর্ব্যক্ত করেছে যে, তারা বাংলাদেশের মতোই সীমান্তে কোনো হত্যা দেখতে চায় না।একে আব্দুল মোমেন বলেছেন, তিনি বাংলাদেশে প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন।