Sunday, September 24, 2023
Top Newsশিনজো আবের শেষকৃত্যতে জাপানে মোদী

শিনজো আবের শেষকৃত্যতে জাপানে মোদী

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগদান করতে টোকিও পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিও এয়ারপোর্টে তাকে স্বাগত জানিয়েছেন জাপান সরকারের প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী বুদোকানে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টি অনুষ্ঠানে যোগ দেবেন যার পরে টোকিওর আকাসাকা প্রাসাদে একটি শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোয়াত্রা আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর জাপান সফর প্রিয় বন্ধু আবের স্মৃতিকে সম্মান জানাতে। টোকিও সফরের সময় মোদী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে আলাদাভাবে দেখা করবেন বলেই জানা গিয়েছে।২০১৮ সালে মোদীর জাপানে একটি সরকারী সফর সময় প্রাক্তন প্রায়ত প্রধানমন্ত্রী আবে মোদীকে তাঁর পারিবারিক বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি চলতি বছরের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী আবের সঙ্গে দেখা করেছিলেন যখন তিনি ব্যক্তিগত কোয়াড সামিটে যোগ দিতে জাপানে গিয়েছিলেন। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসের ৮ তারিখে জাপানের নারা শহরে প্রচারাভিযানের বক্তৃতা দেওয়ার সময় আততায়ীর আক্রমণের শিকার হয়ে আবের মৃত্যু হয়। শিনজো আবের হত্যাকাণ্ডের পর, প্রধানমন্ত্রী মোদীর সরকার ভারতে একদিনের জাতীয় শোক ঘোষণা করেন এবং তাঁর তার বন্ধুর মৃত্যুর পরে নমো মাই ফ্রেন্ড, আবে সান শিরোনামে একটি হৃদয়গ্রাহী ব্লগও লিখেছিলেন।

More News

বেলপাতার আকারে ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাসে মোদী

0
বারাণসীতে বেলপাতার আকারে ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টেডিয়ামের শিলান্যাস করে তিনি বলেছেন,...

সহজ-সরল ভাষায় আইনের পক্ষে সওয়াল মোদীর 

0
কেন্দ্র সরকার সহজ সরল পদ্ধতি ও ভারতীয় ভাষায় আইনের খসড়া তৈরির চেষ্টা চালাচ্ছে।আন্তর্জাতিক আইনজীবী সম্মেলনে...

৩০ হাজার দরিদ্র পরিবারকে বাড়ি মোদী সরকারের

0
উৎসবের মাসেই ৩০ হাজার দরিদ্র মানুষের মাথায় "ছাদ তৈরি করার ব্যবস্থা করছে মোদী সরকার। প্রবল...