দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিওতে কোয়াড সম্মেলনের পর মঙ্গলবার অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অস্ট্রেলিয়ার নির্বাচনে জয়ের জন্য অ্যান্টনি অ্যালবানিজেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।বৈঠকের পর এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক মুজবুত হলে শুধুমাত্র দুই দেশের মানুষই নয়, উপকৃত হবে গোটা বিশ্বের। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা উৎপাদন, সবুজ হাইড্রোজেন সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট, জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আলোচনা ফলপ্রসূ হয়েছে।