যুব সম্মেলনে ভাষণ দেওয়ার আগে কেরালার কোচিতে পায়ে হেঁটে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালার ঐতিহ্যবাহী পোশাক পড়ে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে আইএনএস গরুড় নৌ এয়ার স্টেশন থেকে ২ কিলোমিটার রোডশো করেছেন তিনি।
প্রতিবার হুডখোলা গাড়িতে করে রোড-শো করেছেন। কিন্তু এদিন পায়ে হেটে জন সাধারণের খুব কাছে থেকে ১৫ মিনিট হেঁটেছেন তিনি। এই সময় রাস্তার ধারে উপস্থিত ছিলেন অগণিত সাধারণ মানুষ। সকলেই হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে প্রধানমন্ত্রীকে। প্রতু্যত্তরে প্রধানমন্ত্রীও উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেছেন। আসন্ন নির্বাচনে কেরালায় বিজেপির ওপর মানুষের আস্থা বাড়াতেই দুদিনের কেরালা সফরে গিয়েছেন তিনি। জনসাধারণের মধ্যে জনসংযোগ বাড়াতেই রোড-শো করেছেন তিনি।