Monday, March 27, 2023
Top Newsশহরে মোহনবাগান, উচ্ছ্বাস সমর্থকদের

শহরে মোহনবাগান, উচ্ছ্বাস সমর্থকদের

আইএসএল ট্রফি জিতে কলকাতায়  ফিরল মোহনবাগান। আর মোহনবাগান ট্রফি জিততেই দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছেন দলের নাম আর এটিকে থাকবে না।

নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস। রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে মোহনবাগান টিম নামতে বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। প্রিয় দলকে বরণ করতে সকাল থেকে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে বিমানবন্দরে। সবুজ-মেরুন পতাকা, গালে আবির মেখে উৎসব শুরু হয়ে যায় । ফুটবলাররাও সমর্থকদের অভিবাদন জানাতে থাকেন। শনিবার বেঙ্গালুরু এফসিকে ট্রাইব্রেকারে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়  মোহনবাগান। প্রথমবার আইএসএল ট্রফি ঘরে তুলেছে মোহনবাগান। শুধু তাই নয়, সোনার গ্লাভস জিতেছেন দলের ফুটবলার বিশাল কাইথ। যিনি টাইব্রেকারে একটি পেনাল্টি বাঁচান। শনিবার ম্যাচ জেতার পর ড্রেসিং রুমে চ্যাম্পিয়ন্স গানের সঙ্গে মেতে ওঠেন।

More News

ছুটির দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস 

0
সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা-সহ শহরতলীর। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো...

এনটি ওয়ান স্টুডিওতে বিধ্বংসী অগ্নিকাণ্ড

0
রবিবার ভোরে টালিগঞ্জে এনটি ওয়ান স্টুডিওতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আগুনের গ্রাসে...

কলকাতা-সহ রাজ্যজুড়ে পালিত দোল 

0
রাজ্যজুড়ে স্বমেজাজে পালিত হচ্ছে দোল উৎসব। ছোট বড় নির্বিশেষে দোল উৎসবে মেতে উঠেছেন সকলে। রাজ্যের বিভিন্ন...