বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে মাঙ্কিপক্স আতঙ্ক। সংক্রমিতের সংখ্যা বাড়ছে আমেরিকাতেও।
এই পরিস্থিতিতে আমেরিকায় জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য ও মানবসেবা সচিব জেভিয়ার বেসেরা বলেছেন, সমস্ত মার্কিন নাগরিকের কাছে আর্জি, তাঁরা যেন মাঙ্কিপক্স সম্পর্কে সচেতন হন। এই সংক্রমণ মোকাবিলা করতে সাহায্য করুক তাদের। প্রাথমিক ভাবে ৯০ দিনের জন্য এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী কালে এই মেয়াদ বাড়ানো হতে পারে। ইতিমধ্যে আমেরিকায় মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬০০ ছুঁয়েছে। বিশেষজ্ঞদের মতে, মাঙ্কিপক্স ভাইরাসে সংক্রমিতের সংখ্যা আরও বেশি। মাঙ্কিপক্স মোকাবিলায় ৬ লক্ষ জেওয়াইএনএনইওএস প্রতিষেধক সরবরাহ করেছে আমেরিকা। যা আদতে তৈরি করা হয়েছিল গুটিবসন্ত রোধের জন্য।অন্যদিকে, ভারতেও বাড়ছে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা।এখনও পর্যন্ত ৯ জনের শরীরে এই ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে।আপাতত দেশের আইসিএমআর স্বীকৃত ল্যাবে মাঙ্কিপক্স পরীক্ষা চলছে।এখনও পর্যন্ত বিশ্বের ৮৮ টি দেশে ২৭ হাজারের বেশি মাঙ্কিপক্স সংক্রমণ শনাক্ত করা সম্ভব হয়েছে।