Monday, September 25, 2023
Sportsআর্জেন্টিনার জালে মরক্কোর ৭ গোল

আর্জেন্টিনার জালে মরক্কোর ৭ গোল

২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে লজ্জাজনক হারের শিকার হয়েছিল স্বাগতিক ব্রাজিল। এর পর থেকে সোশ্যাল মিডিয়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে ট্রল করে নেটিজেনরা, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকরা।

 

এবার সেই সেভেন আপ-এর স্বাদ পেয়েছে আর্জেন্টিনা।সেটি অবশ্য ফুটবলে নয়, ফুটসালে।স্বাগতিক মরক্কোর কাছে ফুটসাল প্রীতি ম্যাচে আকাশি-সাদা জার্সিধারীরা হেরেছে ৭-০ গোলে। ম্যাচের শুরুতে ওটমানে বুমেজুর গোলে এগিয়ে যায় মরক্কো। এরপর ব্যবধান দ্বিগুণ করেন আনাস এল আইয়ানে। দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইসমাইল আমজাল।চতুর্থ ও পঞ্চম গোলটি করেন সুফিয়ান এল মেসরার ও ইদ্রিস রাইস এল ফেন্নি।মরক্কোর ষষ্ঠ গোলটি আসে সোফিয়ান চাররাউইয়ের কাছ থেকে। আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটি ঠোকেন আবদেলক্রিম আনবিয়া।

More News

হারের লজ্জায় ডুবেছে মায়ামি

0
হালকা ইনজুরি থাকায় বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি খেলেননি লিওনেল মেসি। অবশ্য মেসিকে ছাড়া সেই ম্যাচে সহজেই...

ড্যানিয়েল-র তাণ্ডবে লন্ডভন্ড লিবিয়া

0
মরক্কোয় ভূমিকম্পের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই বিধ্বংসী ঝড় ড্যানিয়েল-র তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে লিবিয়া। পূর্ব...

মায়ামির জয়ে আর্জেন্টিনার ফাকুন্দোর গোল

0
লিওনেল মেসিকে ছাড়াই মেজর লিগ সকারের ম্যাচে কানসাস সিটিকে হারিয়ে দিয়েছে ইন্টার মায়ামি।প্লে-অফে জায়গা করে...