Monday, March 27, 2023
বিনোদনমৌনী রায়ের বার্থডে ব্যাশ

মৌনী রায়ের বার্থডে ব্যাশ

৩৭-এ পা দিয়েছেন মৌনী রায়। বিশেষ দিনটা স্বামী সুরজ নাম্বিয়ার আর ইন্ডাস্ট্রির বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সাথে মুম্বইতেই সেলিব্রেট করেছেন।

এদিন মৌনীর পরনে ছিল সিলভার মিনি ড্রেস। সাথে খোলা চুল, ফ্ললেস মেকাপ আর হাইহিলস-এ দর্শকের মন কেড়েছেন মৌনী। ভাইরাল হয়ে গিয়েছে সুরজ নাম্বিয়ার আর তাঁর বার্থডে স্পেশ্যাল লুক। এদিন অভিনেত্রীর বার্থডে ব্যাশে এসেছিলেন বেস্ট ফ্রেন্ড মন্দিরা বেদী, জান্নাত জুবের, শমিতা শেট্টি, সহ অনেকেই। মন্দিরা বেদি সোশ্যাল মিডিয়াতেও উইশ করেছেন মৌনীকে। আর মৌনিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও। লিখেছেন, ব্রহ্মাস্ত্রের সাফল্যের পর মৌনীর জন্মদিন আরও স্পেশ্যাল হয়ে উঠেছে।

More News

ইশাই ব্রহ্মাস্ত্র-র আসল ভিলেন

0
ব্রহ্মাস্ত্র ছবিতে আলিয়া ভাটই আসল ভিলেন, ইশাই জুনুনকে গুরুজির আশ্রমের ঠিকানা দিয়েছিল। অয়ন মুখার্জি পরিচালিত...

অয়ন-করণের ক্রিয়েটিভ অ্যাডজাস্টমেন্ট

0
ক্রিয়েটিভিটিকে বজায় রাখতেই ব্রহ্মাস্ত্র ছবিতে ইশার ব্যাকস্টোরি দেখানো হয়নি। সম্প্রতি এক ইভেন্টে এমনটাই জানিয়েছেন করণ জোহর। ব্রহ্মাস্ত্রের...