Sunday, June 4, 2023
Top Newsমৌসুমি তাপসের এজেন্ট, ম্যাজিশিয়ানের  মন্তব্যের পাল্টা কুন্তল

মৌসুমি তাপসের এজেন্ট, ম্যাজিশিয়ানের  মন্তব্যের পাল্টা কুন্তল

ম্যাজিশিয়ান দাবি করা তাপস মণ্ডলের সঙ্গে মৌসুমি কয়ালের নাম নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন কুন্তল ঘোষ। আদালতে বৃহস্পতিবার কুন্তল ঘোষ কামদুনির মৌসুমি কয়ালকে তাপস মণ্ডলের এজেন্ট বলে দাবি করেছেন। তবে তারা কত টাকা তুলেছে তা তিনি জানেন না।
এই মৌসুমিই কামদুনির প্রতিবাদী চরিত্র। এর আগেও মৌসুমির নাম উঠেছিল। সে সময় তিনি তাপসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। মহিষবাথানে তাপসের ট্রেনিং সেন্টারে কাজ করতেন কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমি। ৫-৬ মাস বেতন না পেয়ে চাকরি ছেড়ে দেন। এমনটাই জানিয়েছিলেন মৌসুমি। এদিকে বৃহস্পতিবার নিযোগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল দাবি করেছেন এই দুর্নীতির সবটাই জানেন কুন্তল। এমনকি নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে ম্যাজিশিয়ান বলেও উল্লেখ করেছেন তাপস।

More News

মানিক-কুন্তল যোগ, কাকুকে ইডি হেফাজতে পাঠাল কোর্ট 

0
কুন্তল তাপসের কাছ টাকা পেয়ে কালীঘাটের কাকু গ্রিন সিগন্যাল দিলেই প্রাথমিকে চাকরির ব্যবস্থা করতেন মানিক...

কালীঘাটের কাকুর সঙ্গে মানিক-কুন্তল যোগ

0
কুন্তল তাপসের কাছ টাকা পেয়ে কালীঘাটের কাকু গ্রিন সিগন্যাল দিলেই প্রাথমিকে চাকরির ব্যবস্থা করতেন মানিক...

অভিষেককে জেরা করতে পারবে সিবিআই : কোর্ট 

0
কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায়  তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। কারণ সিবিআই তদন্ত...