আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মুহাম্মদ ওয়াসিম। তাতেই নতুন ইতিহাস রচনা করলেন সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়ক।
দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির এই পুরস্কার জিতলেন তিনি। ব্যাটে ধারাবাহিকভাবে রান করার স্বীকৃতি হিসাবে জিতলেন গত মাসের সেরা খেলোয়াড়ড়ের পুরস্কার। মুহাম্মদ ওয়াসিম’র এই পুরস্কারের লড়াইয়ে ছিলেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি এবং নামিবিয়ার গেরহার্ড ইরাসমুস।এই দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে আমিরশাহির প্রথম ক্রিকেটার হিসাবে মাসের সেরা খেলোয়াড় হলেন ওয়াসিম। এই স্বীকৃতিতে স্বভাবত দারুণ উচ্ছ্বসিত আমিরশাহির অধিনায়ক। বলেছেন, আইসিসির প্লেয়ার অব মান্থ অ্যাওয়ার্ড জেতাটা দারুণ সম্মাণের।বিশ্বের নানা দেশের জয়ী বিখ্যাত নামগুলোর সঙ্গে যুক্ত হতে পেরে তিনি রোমাঞ্চিত। উল্লেখ্য ২০২১ সালের অক্টোবরে আন্তর্জাতিক অভিষেকের পর সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটিং লাইনের গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেন ওয়াসিম।ওয়ানডেতে তাঁর দলের তৃতীয় সর্বোচ্চ স্কোরার তিনি।৯১ স্ট্রাইকরেটে এই ভার্শনে করেছেন ১২৮৯ রান। টি-টোয়েন্টিতে রেকর্ডও দুর্দান্ত।