Tuesday, June 25, 2024
বিনোদনঈদের নাচে বাজরাঙ্গির সেই মুন্নি

ঈদের নাচে বাজরাঙ্গির সেই মুন্নি

বাজরাঙ্গি ভাইজান-এর মুন্নি চরিত্রে অভিনয় করে সবার মনেই জায়গা করে নিয়েছিলেন হারশালি মালহোত্রা। এমনকি বাজরাঙ্গি ভাইজান-এ হারশালি মালহোত্রার সামনে সালমান খানের মুগ্ধতাও ফিকে হয়ে গিয়েছিল। মুন্নির চরিত্রে অনেক ভালোবাসা পেয়েছেন হারশালি মালহোত্রা। কিন্তু সিনেমার পর বড় পর্দায় আর দেখা যায়নি তাকে।তবে টিভিতে কিছু কাজ করেছেন। বর্তমানে নিজের লেখাপড়া নিয়েই ব্যস্ত হারশালি। তবে খুদে সেই অভিনেত্রী হারশালি এখন সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। প্রায়ই তার নাচের ভিডিও শেয়ার করেন ফ্যানদের সঙ্গে।এবার ঈদ উপলক্ষে এমন একটি সুন্দর ভিডিও শেয়ার করেছেন,যা দেখে ফ্যানরা প্রচুর ভালোবাসা জানাচ্ছেন অভিনেত্রীকে।যেখানে তাকে চাঁদ নাজার আয়া গানে নাচতে দেখা গেছে এবং তারপর ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতেও দেখা গেছে।ঈদুল ফিতর উপলক্ষে ফ্যানদের অভিনন্দন জানিয়েছেন হারশালি মালহোত্রা। হারশালিকে দেখা গেছে একটি কালো রঙের আনারকলি এবং বেশ কিছু ঐতিহ্যবাহী গয়না পরিহিত। হারশালি মালহোত্রা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন।

More News