ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদে লাগাতার অশান্তিকাণ্ডে স্বতঃপ্রণোদিতকাবে তদন্ত কমিটি গঠন করে হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার।
জাতীয় মহিলা কমিশনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, চেয়ারপার্সন বিজয়ার নেতৃত্বে ৪ সদস্যের কমিটি ১৭ এপ্রিল ২০২৫ তারিখে কলকাতায় পৌঁছবেন এবং ১৮ এপ্রিল মালদহে যাবেন এরপর ১৯ এপ্রিল মুর্শিদাবাদে সহিংসতায় বাস্তুচ্যুতদেড় সঙ্গে দেখা করবেন এবং পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন। ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে সুতি, সামসেরগঞ্জ, ধুলিয়ান-সহ একাধিক এলাকা উত্তপ্ত হয়। মৃত্যু হয়েছে তিন জনের। তার মধ্যে ২ জনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে।
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। পাশাপাশি বেশ কয়েকজন মহিলার ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার খবরের পর আসরে নেমেছে জাতীয় মহিলা কমিশন। এই সহিংসতার ফলে শত শত মহিলা পালিয়ে গেছেন, যাদের অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভাগীরথী নদী পার হয়ে নিকটবর্তী মালদহে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।