Monday, September 25, 2023
Scienceএ সপ্তাহেই চীন যাচ্ছেন মাস্ক

এ সপ্তাহেই চীন যাচ্ছেন মাস্ক

টেসলার সিইও ইলন মাস্ক তিন বছরের পর এই সপ্তাহে আবার চীন যাচ্ছেন।উদ্দেশ্য চীনের সরকারের উর্ধ্বতন মহলের সঙ্গে সাক্ষাত।

 

বলা হচ্ছে,চীন সরকারের উর্ধ্বতন মহলের সঙ্গে সাক্ষাত ও টেসলার সাংহাই কারখানা পরিদর্শনই এই ভ্রমণের উদ্দেশ্য।তবে,ইলন মাস্ক ঠিক কাদের সঙ্গে সাক্ষাত করবেন তা এখনো নিশ্চিত নয় বলে সফর নিয়ে তথ্যদাতা একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। টেসলা ও চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের তথ্য বিভাগে এ সফরের ব্যাপারে কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছে।এর আগে মার্চে বলা হয়েছিল, চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর সময় সুযোগ থাকলে এপ্রিলে তার সঙ্গে ইলন মাস্কের একটি সাক্ষাত হতে পারে।উল্লেখ্য আমেরিকার পর চীন কোম্পানিটির বৈদ্যুতিক গাড়ির দ্বিতীয় বৃহত্তম বাজার এবং তাদের বৃহত্তম করখানাটি সাংহাইয়ে অবস্থিত।অন্যদিকে মাস্কের মালিকানাধীন টুইটার চীনে নিষিদ্ধ, যাদিও সেদেশ থেকে কেউ কেউ ভিপিএন এর মাধ্যমে টুইটার ব্যবহার করেন।২০২০ সালে টেসলার সাংহাই কারখানার এক অনুষ্ঠানে মঞ্চে নেচে ইন্টারনেট কাঁপিয়েছিলেন মাস্ক। সেই ঘটনার পর এটাই মাস্কের প্রথম চীন সফর।অন্যদিকে,এমন একটি সময়ে টেসলা সিইও’র চীন সফরের কথা এল যখন কোম্পানিটি একাধিক সংকট পার করছে। বিশ্বব্যাপী ইলেকট্রিক গাড়ির চাহিদা কমেছে একই সঙ্গে কোম্পানিটি তাদের চীনা প্রতিদ্বন্দীদের সঙ্গে লড়াইয়ে বাজারে নিজের অবস্থান ধরে রাখতে হিমশিম খাচ্ছে।সাংহাই কারখানায় বছরে সাড়ে চার লাখ গাড়ি উৎপাদনের সীমা বাড়বে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি টেসলা।তবে তাদের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ব্যাটারি মেগাপ্যাকের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে সাংহাইয়ে নতুন একটি কারখানা স্থাপন করার আগ্রহ প্রকাশ করে এপ্রিলে।

More News

আসাদের সঙ্গে অংশীদারির ঘোষণা চিন পিংয়ের

0
সিরিয়ার সঙ্গে নতুন এক কৌশলগত অংশীদারি গড়ে তোলার ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং। ...

আমেরিকা, রাশিয়া ও চীনের পরমাণু কর্মসূচি জোরদার

0
আমেরিকা, রাশিয়া ও চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজের নিজের পরমাণু পরীক্ষা কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নয়ন কার্যক্রম বাড়িয়েছে।...

চীন সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

0
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রায় দু’ দশকের মধ্যে প্রথমবারের মতো চীন সফর শুরু করেছেন।  সফর...