আগেই ধারণা ছিল, কেবল টেসলা কারখানা পরিদর্শন ইলন মাস্কের লক্ষ্য নয়। চীনের শীর্ষ কর্তাদের সঙ্গে কাজ আছে তার।
চীনে গিয়েই চীনা পররাষ্ট্র মন্ত্রী কিন গ্যাং- এর সঙ্গে বৈঠক করেছেন টেসলা সিইও ইলন মাস্ক। বৈঠকে মাস্ক চীনে নতুন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করে চীনের মন্ত্রীর প্রতি বিদেশী কোম্পানিগুলোর প্রবেশের পথ উন্মুক্ত রাখার আহবান জানিয়েছেন।কিছুদিন আগেই আমেরিকায় চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা কিন গ্যাং, তার দেশের সম্ভাবনাকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন বলে উল্লেখ রয়েছে এই সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে। বৃহৎ জনগোষ্ঠীর যৌথ সমৃদ্ধি তৈরি করবে অপ্রতিরোধ্য উন্নয়ন সম্ভবনা ও বাজারের চাহিদা তিনি যাকে বলছেন,চীনা পদ্ধতির আধুনিকায়ন।তিনি আরো বলেছেন, চীনের বৈদ্যুতিক গাড়ির বাজার সার্বিক উন্নয়নে সম্ভাব্য বড় খাত এবং চীন আরো স্থিতিশীল বাজার ও আইনসঙ্গত ব্যবসায়িক পরিস্থিতি তৈরি করতে টেসলার মতো বিদেশী কোম্পানির জন্য তার দেশের দরজা উন্মুক্ত রাখবে।চীনা পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি অনুযায়ী, মাস্ক চীনা জনগণ ও তাদের অর্জনের প্রসংশা করেছেন। সেইসঙ্গে টেসলা এই যৌথ সম্পর্ক নষ্ট হওয়ার বিরোধী এবং চীনে তাদের ব্যবসা বৃদ্ধির ধারা অব্যহত রাখতে ইচ্ছা প্রকাশ করেছে।অন্যদিকে,এমন এক সময়ে এই বৈঠকটি হলো যখন আমেরিকা ও চীনের মধ্যকার বিরোধ ক্রমাগত বাড়ছে।