হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য দলীয় বিধায়কদের নিজেদের এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপি সভাপতি ১৩টি রাজ্যের ৮৩৬ জন বিধায়কের সঙ্গে এই বিষয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন।
জানা গিয়েছে এদিন বৈঠকে জে পি নাড্ডা বিধায়কদের সঙ্গে আজাদি কা অমৃত মহোৎসব কিভাবে বাস্তবায়িত করা হবে সেই নিয়ে আলোচনা করেছেন। প্রতিটি বিধায়ককে নিজেদের এলাকার মানুষদের এই বিষয়ে বোঝাতে বলেন। উৎসাহ বাড়ানোর জন্য ৯ থেকে ১১ অগস্টের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে প্রচার চালাতে বলেছেন। তার পাশাপাশি পোস্টের, হোর্ডিং লাগিয়ে কর্মসূচিকে জনসমক্ষে তুলে ধরার নির্দেশ দিয়েছেন। এছাড়া ১০ থেকে ১২ অগস্ট পর্যন্ত তিনদিন বিধায়কদের নিজের এলাকার যুবকদের সাথে পতাকা নিয়ে বাইক মিছিল করা কথা বলা হয়েছে। এলাকায় মনীষীদের মূর্তি সাফাই এবং ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত সর্বত্র পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির সভাপতি আরও জানিয়েছেন, যে সব রাজ্যগুলিতে বিজেপি সরকার নেই সেই রাজ্যগুলিতে স্কুল, কলেজের সাহায্য নিয়ে এই কর্মসূচি সফল করতে হবে। এদিন ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়করাও। যারা এই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি তাদেরকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।