নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয় নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার প্রশ্ন তুলতেই সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষরা।
সেই সাংবাদিক বৈঠককে গান্ধীজির তিন বাঁদরের সঙ্গে তুলনা করতে ছবি পোস্ট করেছেন শুভেন্দু। সেই সঙ্গে টুইটে কবি সত্যেন্দ্রনাথ দত্ত-র উত্তম ও অধম কবিতার ছবিও পোস্ট করে লিখেছেন শনিবারের তোলামুল দলের সাংবাদিক প্রহসন থুড়ি সম্মেলন দেখে সত্যেন্দ্রনাথ দত্ত-র উত্তম ও অধম কবিতাটি মনে পড়ে। শনিবার সাংবাদিক বৈঠক করে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেছিলেন নন্দীগ্রামে কায়দা করে জিতেছেন শুভেন্দু। সেকথা নাকি তাদের বলেও ছিলেন বিরোধী দলনেতা। এমনটাই দাবি তাদের।