১৩০টিরও বেশি স্বাক্ষর করা একটি খোলা চিঠি প্রকাশিত হয়েছে অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সমর্থনে। লেখক গ্লোরিয়া স্টেইনেম এবং উল্লেখযোগ্য নারী অধিকার সংস্থাগুলোর স্বাক্ষরে চিঠিটি প্রকাশিত হয়েছে। এই বছরের জুন মাসে নিজের প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মানহানির মামলায় হেরেছিলেন হার্ড।
এরপর থেকেই সামাজিক এবং মানসিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে অভিনেত্রী অ্যাম্বারকে, এমনটাই দাবি করা হয়েছে চিঠিতে।শেয়ার করা চিঠিটিতে নারীবাদী গোষ্ঠীগুলো সহ ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেন এবং উইমেনস মার্চ নিজেদের সমর্থন প্রকাশ করেছে অভিনেত্রী অ্যাম্বার হার্ডের প্রতি। আদালতের রায়ের পর থেকে অ্যাকোয়াম্যান তারকা যে হয়রানির সম্মুখীন হয়েছেন তার নিন্দা করা হয়েছে চিঠিৎতে।যৌন নিপীড়ন সচেতনতা এবং ঘরোয়া সহিংসতামুলক গ্রুপগুলোও সেই চিঠিতে স্বাক্ষর করেছে।চিঠিতে বলা হয়েছে যে, বেশিরভাগই ভুল তথ্য ও বিভ্রান্তির কারণে অ্যাম্বার হার্ডের প্রতি দুর্ব্যবহার ও হয়রানি করা হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানো হয়েছে। একজন নারীর সাংসারিক সহিংসতা এবং যৌন নির্যাতনের অভিযোগকে বিনোদন হিসেবে উপহাস করা হচ্ছে। এসব বিভ্রান্তি এবং ভুক্তভোগীকে দোষারোপ করা বিষয়গুলো এখন অন্যদের বিরুদ্ধেও ব্যবহার করা হচ্ছে, যারা নিজেদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ করছেন। এই ধরনের আচরন ভুক্তভোগী নারীদের প্রতি আরো অন্যায় বাড়াবে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।