Tuesday, September 27, 2022
Top Newsবাংলাদেশে পালিত জাতীয় শোক দিবস

বাংলাদেশে পালিত জাতীয় শোক দিবস

চোখের জল ও যথাযথ মর্যাদায় বাংলাদেশে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। সোমবার সকাল সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর তিন সেনা বাহিনীর সশস্ত্র দল গার্ড অফ অনার দেয়। এর আগে ঢাকার বনানী সমাধিস্থলে মা-ভাই-বউদিদের শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারও আগে ভোর সাড়ে ৬টায় ধানমান্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। জাতীয় শোক দিবস উপলক্ষে শোক মিছিলও হয়েছে বাংলাদেশে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ১৯৭৫ সালে ১৫ আগস্টই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ তাঁর পরিবারের ১৮ সদস্যকে হত্যা করা হয়েছিল। শুধুমাত্র বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে গিয়েছিলেন।

More News

শিনজো আবের শেষকৃত্যতে জাপানে মোদী

0
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগদান করতে টোকিও পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিও...

বাংলাদেশে নৌকাডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭

0
বাংলাদেশে করতোয়া নদীতে নৌকাডুবিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জন এবং বেশ কয়েকজন...

বাংলাদেশে নৌকাডুবি, মৃত শিশু-সহ ২৪

0
বাংলাদেশে করতোয়া নদীতে নৌকাডুবিতে শিশু-সহ কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় জেলায়।  উপজেলার আধিকারিক মহম্মদ সোলেমান জানিয়েছেন,...